নিরক্ষর মুক্ত সমাজ চাই - অন্ধকার নয় আলো চাইআমরা বিশ্বাস করি, একটি ছিন্নমূল শিশুর স্বপ্নই পাল্টে দিতে পারে বাংলাদেশকে তাই আসুন আমরা একটি নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ছিন্নমূল, এতিম, অসহায় শিশুদের জন্য কাজ করে যাই আল্লাহ কবুল করুনআমীন

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

আমাদের স্বপ্নঃ পর্ব-এক


 স্বপ্ন
আমরা স্বপ্ন দেখি একটি সুখি সমৃদ্ধ শোষনহীণ সবুজ বাংলাদেশের। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সবুজ ধরিত্রির, লৌহদৃঢ় ভাতৃত্বের, নগ্নতাহীন দৃঢ় নৈতিকতার। আমরা স্বপ্ন দেখি প্রতিটি মানুষ পাক মৌলিক মানবধিকার, দুর হোক অন্নের হাহাকার, ধ্বংশ হোক ভোগবাদ, জেগে উঠুক রক্তপাতহীন হাস্যোজ্জ্বল প্রতিটি প্রভাত।আমাদের স্বপ্ন স্বেচ্ছাসেবায় গড়ে তুলবো আলোকিত এ পৃথিবী। সর্বোপরি আমরা পেতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন।
              

ছিন্নমূল শিশুদের জন্য আমাদের আয়োজন:
স্কুল প্রকল্প:
২০০৮ সালের ১লঅ এপ্রিল থেকে ২০১০ সাল পর্যন্ত কাঁচিঝুলি ইউনিট, ময়মনসিংহ বস্তিতে ছিন্নমূল শিশুদের জন্য স্কুল প্রকল্প চালু ছিল। অক্ষর জ্ঞানহীন শিশুদের স্কুলে যাওয়ার উপযোগী করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। পরবর্তীতে আমাদের এই ছিন্নমূল শিশুরা প্রাক-প্রাইমারী শিক্ষা সমাপ্ত করলে এদেরকে স্থানীয় স্কুল সমূহে ভর্তি করা হয়।ভবিষতে ছিন্নমূল শিশুদের জন্য আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে আমাদের।