নিরক্ষর মুক্ত সমাজ চাই - অন্ধকার নয় আলো চাইআমরা বিশ্বাস করি, একটি ছিন্নমূল শিশুর স্বপ্নই পাল্টে দিতে পারে বাংলাদেশকে তাই আসুন আমরা একটি নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ছিন্নমূল, এতিম, অসহায় শিশুদের জন্য কাজ করে যাই আল্লাহ কবুল করুনআমীন

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

আমাদের স্বপ্নঃ পর্ব-এক


 স্বপ্ন
আমরা স্বপ্ন দেখি একটি সুখি সমৃদ্ধ শোষনহীণ সবুজ বাংলাদেশের। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সবুজ ধরিত্রির, লৌহদৃঢ় ভাতৃত্বের, নগ্নতাহীন দৃঢ় নৈতিকতার। আমরা স্বপ্ন দেখি প্রতিটি মানুষ পাক মৌলিক মানবধিকার, দুর হোক অন্নের হাহাকার, ধ্বংশ হোক ভোগবাদ, জেগে উঠুক রক্তপাতহীন হাস্যোজ্জ্বল প্রতিটি প্রভাত।আমাদের স্বপ্ন স্বেচ্ছাসেবায় গড়ে তুলবো আলোকিত এ পৃথিবী। সর্বোপরি আমরা পেতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন।
              

ছিন্নমূল শিশুদের জন্য আমাদের আয়োজন:
স্কুল প্রকল্প:
২০০৮ সালের ১লঅ এপ্রিল থেকে ২০১০ সাল পর্যন্ত কাঁচিঝুলি ইউনিট, ময়মনসিংহ বস্তিতে ছিন্নমূল শিশুদের জন্য স্কুল প্রকল্প চালু ছিল। অক্ষর জ্ঞানহীন শিশুদের স্কুলে যাওয়ার উপযোগী করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। পরবর্তীতে আমাদের এই ছিন্নমূল শিশুরা প্রাক-প্রাইমারী শিক্ষা সমাপ্ত করলে এদেরকে স্থানীয় স্কুল সমূহে ভর্তি করা হয়।ভবিষতে ছিন্নমূল শিশুদের জন্য আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে আমাদের।

ফল উসব:
ছিন্নমূল শিশুরা যেখানে একটু স্বাস্থ্যকর পরিবেশে থাকা, দুবেলা ভাল খাবার খাওয়ার স্বপ্ন দেখতে পারে না, সেখানে তারা যে অপুষ্টিতে ভোগবে এটাই স্বাভাবিক। এ দুরবস্থা আমাদের আবেগকে নাড়িয়ে দেয়, তাই বিভিন্ন সময় আলোর ঝিলিক আয়োজন করে ফল উসবের। তাতে ক্ষনিকের জন্য হলেও ছিন্নমূল শিশুরা মেতে উঠে আনন্দ উসবে।

শিক্ষা উপকরণ বৃত্তি:
ছিন্নমূল শিশুদের জন্য আমাদের চলমান আয়োজন শিক্ষা উপকরণ বৃত্তি প্রদান। বর্তমানে আলোর ঝিলিকের কাচিঝুলি ও গোহাইলকান্দি ইউনিটের আওতায় (২০১১ সালের প্রাপ্ত তথ্যানুযায়ী)৫০ জন(কাচিঝুলি ৩০+গোহাইলকান্দি ২০ জন) ছিন্নমূল শিশু রয়েছে।এসব ছিন্নমূল শিশুদের প্রতিমাসে বাংলা, গণিত ও ইংরেজী খাতা প্রদান করা হয়। প্রয়োজনে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। প্রতি বসর এ সংখ্যা ক্রমাগত বাড়বে ইনশাল্লাহ।

অভিভাবক সমাবেশ:
দারিদ্রের নিম্নসীমায় বাস করা লোপকজন পরিবারের জন্য যেখানে দুবেলা অন্ন সংস্থান করতে  হিমশিম খায়, সেখানে ছেলে মেয়েদের শিক্সিত করে গড়ে তোলাটা তাদের কাছে মনে হয় অনেকটা বিলাসিতার নামান্তর।
 আলহামদুলিল্লাহ আমরা এসব দারিদ্রসীমার নিচে বাস করা লোকদের মাঝে শিক্ষার প্রতি সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা নিয়মিত অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ আয়োজন করে আসছি।

ফ্রি মডেল টেস্ট আয়োজন:
আগামী ২০১২ সেশন থেকে গরীব, এতিম সমাপনী/ জে.এস.সি. পরীক্ষার্থীদের জন্য ফ্রি মডেল টেস্টের আয়োজন করা হবে ইনশাল্লাহ।

অসহায় ও এতিম শিশুদের পূণর্বাসন
দেশের আনাচে কানাচে অনেক অসহায় ও ছিন্নমূল শিশু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা আমাদের সুউচ্চ অট্টলিকার পাশেই মানবেতর জীবন যাপন করছে। তারা শিক্ষাপর আলো সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ ভবিষতে এসব ছিন্নমূল শিশুদের জন্য আমাদের পূণর্বাসনের পরিকল্পনা রয়েছে।

নৈতিক চরিত্রের উকর্ষসাধন:
পরিবেশগত সঙ্গিদের কুপ্রভাবে শহরের বস্তির ছেলে মেয়েদের নৈতিক স্খলন হয় অনেক দ্রুত। যার ফলে আমরা তাদের দ্বারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হতে দেখি। এখান থেকেই বেড়ে উঠতে দেখি কালের সেরা সন্ত্রাসীকে। এই শিশুদের নৈতিক চৈরিত্র উকর্ষ সাধনের জন্য আমাদের কর্মসূচী হল:
ক) পবিত্র কুরআন শিক্ষা প্রকল্প
খ) নৈতিকতা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন
গ) মহ মানুষদের জীবনী পর্যালোচনা করা।
(চলবে)

1 টি মন্তব্য: